নির্বাচন আয়োজনের জন্য ইসিকে প্রধান উপদেষ্টার চিঠি


নির্বাচন আয়োজনের জন্য ইসিকে প্রধান উপদেষ্টার চিঠি

আসন্ন জাতীয় নির্বাচন আয়োজনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করল অন্তর্বর্তীকালীন সরকার। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনকে প্রস্তুতি সম্পন্ন করার অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

বুধবার (৬ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনারের কাছে এই চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

চিঠিতে, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া নির্বাচন কমিশনকে নির্ধারিত সময়ের মধ্যে “অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর” নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এর মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে ইসিকে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হলো।

এই চিঠি পাঠানো হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের পরদিন। গত ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবসে দেওয়া সেই ভাষণে তিনি ঘোষণা করেছিলেন, আগামী ফেব্রুয়ারির রমজান মাস শুরুর আগে ভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হবে।

চিঠিতে ওই ভাষণের উল্লেখ করে বলা হয়, “প্রধান উপদেষ্টা তার ভাষণে অবিলম্বে এক্ষেত্রে সব প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরুর কথা বলেছেন।” ১৫ বছর পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ যেন একটি “মহাআনন্দের উৎসব” হয়ে ওঠে, সেই প্রত্যাশায় নির্বাচন কমিশনকে কার্যক্রম গ্রহণের আহ্বান জানানো হয়।

চিঠিতে আরও বলা হয়, “নির্বাচন যেন আনন্দ-উৎসব, শান্তি-শৃঙ্খলা, ভোটার উপস্থিতি, সৌহার্দ্য ও আন্তরিকতায় অবিস্মরণীয় হয়ে ওঠে” — এই লক্ষ্যেই প্রস্তুতি নিতে হবে।

সুষ্ঠু নির্বাচনের জন্য প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং সরকারের সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত থাকবে বলেও চিঠিতে জানানো হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×