ফিলিস্তিনে দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার


ফিলিস্তিনে দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

ফিলিস্তিনে চলমান সহিংসতা বন্ধে অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে তিনি এই আহ্বান জানান। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বক্তব্যে মো. তৌহিদ হোসেন জানান, ইসরায়েল এখন পর্যন্ত ৫৮ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং এই গণহত্যা এখনও চলমান রয়েছে। তিনি মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ীদের বিচার নিশ্চিত করার দাবি জানান।

তিনি ফিলিস্তিনের স্বাধীনতার প্রশ্নে বাংলাদেশের অটল সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, টেকসই শান্তির জন্য ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দ্বি-রাষ্ট্র সমাধানই একমাত্র পথ। এ লক্ষ্যে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

গাজা পুনর্গঠনে আরব দেশগুলোর পরিকল্পনার প্রশংসা করে তিনি জানান, জাতিসংঘের নেতৃত্বে এই পুনর্গঠন প্রক্রিয়ায় অংশ নিতে বাংলাদেশ প্রস্তুত। একইসঙ্গে গাজায় জাতিসংঘের ত্রাণ সহায়তা কার্যক্রমে যেকোনো ধরনের বাধা প্রতিহত করার আহ্বান জানান তিনি।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ এবং দ্বি-রাষ্ট্র সমাধানের বাস্তবায়নে সমর্থন পুনর্ব্যক্ত করতে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে জাতিসংঘে তিন দিনব্যাপী উচ্চপর্যায়ের একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে বাংলাদেশসহ ১১৮টি দেশের প্রতিনিধি দল অংশ নেয়।

 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×