মাইলস্টোন ট্রাজেডি: আহতদের প্রয়োজনে ভারতে চিকিৎসার আশ্বাস ভারতীয় চিকিৎসক দলের
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১০:৩৬ পিএম, ২৭ জুলাই ২০২৫

বাংলাদেশে সাম্প্রতিক যুদ্ধবিমান দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা প্রয়োজনে ভারতে নেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন ঢাকা সফররত ভারতীয় চিকিৎসক দলের প্রধান। তিনি জানান, পরিস্থিতি অনুযায়ী রোগীদের স্থানান্তর ও চিকিৎসা সহায়তা দ্রুত সমন্বয়ের মাধ্যমে প্রদান করা হবে।
রোববার (২৭ জুলাই) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে চিকিৎসক দলের প্রধান এই আশ্বাস দেন। ঢাকায় ভারতীয় হাইকমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যদিও প্রতিনিধি দলের চিকিৎসকদের নাম প্রকাশ করা হয়নি।
সাক্ষাৎকালে ভারতীয় প্রতিনিধি দলের প্রধান বলেন, "বাংলাদেশে যদি চিকিৎসা সরঞ্জাম, পুনর্বাসন সহায়তা কিংবা রোগী স্থানান্তরের প্রয়োজন হয়, ভারত সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। প্রয়োজন হলে রোগীকে ভারতে নেওয়ার ব্যবস্থাও দ্রুত করা সম্ভব।"
ভারতীয় মেডিকেল টিমটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশেই বাংলাদেশে এসেছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার পর মোদী এক শোকবার্তায় জানান, “দুর্ঘটনার শিকারদের দ্রুত চিকিৎসা ও পুনর্বাসনে ভারত সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।”
হাইকমিশনের বিবৃতিতে আরও বলা হয়, দলটি ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করে হাসপাতালের চিকিৎসা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছে।
দিল্লির আরএমএল হাসপাতাল ও সাফদারজং হাসপাতাল থেকে আগত মেডিকেল টিমটিতে রয়েছেন দুইজন বার্ন বিশেষজ্ঞ ও দুইজন নার্সিং অ্যাসিস্ট্যান্ট। বার্ন ও প্লাস্টিক সার্জারির ক্ষেত্রে এই দুই হাসপাতালের আন্তর্জাতিক খ্যাতি রয়েছে।
ভারতীয় হাইকমিশনের তথ্য অনুযায়ী, চিকিৎসক দলটি ২৩ জুলাই ঢাকায় পৌঁছে চারটি পরামর্শমূলক সেশন পরিচালনা করেছে। গুরুতর আহতদের চিকিৎসা পরিস্থিতি মূল্যায়নের চূড়ান্ত পর্ব শেষে দলটি সোমবার (২৮ জুলাই) ভারতে ফিরে যাবেন।