আবার বাড়ল সোনার দাম, নতুন দর বৃহস্পতিবার থেকে কার্যকর


আবার বাড়ল সোনার দাম, নতুন দর বৃহস্পতিবার থেকে কার্যকর

মাত্র একদিনের ব্যবধানে আবারও বেড়ে গেল সোনার মূল্য। সর্বশেষ সংশোধনে প্রতি ভরিতে মূল্যবৃদ্ধি হয়েছে ১ হাজার ৫৭৪ টাকা, ফলে ভালো মানের এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা।

বুধবার, ২৩ জুলাই, বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার নতুন দর ঘোষণা করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দাম বৃহস্পতিবার, ২৪ জুলাই থেকে কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, দেশের বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে সংগঠনের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ স্থায়ী কমিটির বৈঠকে সোনার দাম পুনঃনির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘোষণা অনুযায়ী, ২৪ জুলাই থেকে ২২ ক্যারেটের প্রতিভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৭৩ হাজার ১৭৫ টাকায়। একইভাবে ২১ ক্যারেটের দর নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৩০২ টাকা, ১৮ ক্যারেটের সোনার দাম হবে প্রতি ভরি ১ লাখ ৪১ হাজার ৬৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার মূল্য নির্ধারিত হয়েছে ১ লাখ ১৭ হাজার ২২৩ টাকা।

এদিকে, রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমান হিসেবে ২২ ক্যারেট রুপার দাম প্রতি ভরি ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৭২৬ টাকায়।

বাজুস আরও জানিয়েছে, সোনা ও রুপার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করে ক্রয়মূল্য নির্ধারণ করতে হবে।

উল্লেখযোগ্যভাবে, এর আগেও ২২ জুলাই সোনার দাম বাড়ানো হয়েছিল। তখনো রুপার দামে কোনো পরিবর্তন আসেনি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×