পরাজিত শক্তির বিভিন্ন ষড়যন্ত্রের ইঙ্গিত মিলছে : প্রধান উপদেষ্টা


পরাজিত শক্তির বিভিন্ন ষড়যন্ত্রের ইঙ্গিত মিলছে : প্রধান উপদেষ্টা

রাজনীতিতে অস্থিরতা ফিরে আসার আভাস দেখা যাচ্ছে—এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আমরা সব রাজনৈতিক দলকে একত্রিত করে অতীতকে স্মরণ করতে চেয়েছিলাম। সেই উদ্দেশ্যে কর্মসূচিও নিয়েছিলাম, যাতে ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুস্পষ্টভাবে প্রকাশ পায়। কিন্তু এক বছর পার না হতেই পরাজিত শক্তির বিভিন্ন ষড়যন্ত্রের ইঙ্গিত মিলছে।’

বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। এ বৈঠকে দেশের ১৩টি রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সেখানে প্রধান উপদেষ্টা রাজনৈতিক নেতাদের উদ্দেশে আরও বলেন, ‘মতভেদ ও রাজনৈতিক প্রতিযোগিতা থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে দলগুলোর একতাবদ্ধ অবস্থান আরও স্পষ্টভাবে তুলে ধরা জরুরি। নইলে তারা এটাকে সুযোগ হিসেবে নিচ্ছে।’

বৈঠকে অংশগ্রহণকারী সব দলই ফ্যাসিবাদ প্রতিরোধে রাজনৈতিক ও গণতান্ত্রিক ঐক্য অটুট রাখার পক্ষে মত দেন। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কঠোর হওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান। এছাড়া, বিচার, সংস্কার ও নির্বাচনপ্রক্রিয়ায় পূর্ণ সমর্থন জানিয়ে নেতারা পরামর্শ দেন—আগামী নির্বাচনের প্রস্তুতি ও ফ্যাসিবাদ প্রতিরোধে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত সর্বদলীয় বৈঠকের আয়োজন করতে।

বৈঠকে অংশ নেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবউদ্দিন হোসেন, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এবি পার্টির মজিবুর রহমান, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, গণঅধিকার পরিষদের নুরুল হক, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিসের আহমদ আবদুল কাদের, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জেএসডির তানিয়া রব, ১২ দলীয় জোটের শাহাদাত হোসেন সেলিম, বাসদের বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রুহিন হোসেন প্রিন্স এবং গণফোরামের মিজানুর রহমান।

এর আগের রাতে প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি এবং ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গেও আলাদা বৈঠক করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×