উত্তরার দুর্ঘটনায় মোদির শোক প্রকাশ, বাংলাদেশকে সহায়তায় প্রস্তুত ভারত


উত্তরার দুর্ঘটনায় মোদির শোক প্রকাশ, বাংলাদেশকে সহায়তায় প্রস্তুত ভারত

ঢাকার উত্তরা এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনাটিকে "মর্মান্তিক" উল্লেখ করে তিনি জানিয়েছেন, ভারত বাংলাদেশের পাশে রয়েছে এবং প্রয়োজন হলে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

সোমবার, ২১ জুলাই, এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী মোদি এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক জানান।

নরেন্দ্র মোদি বলেন, "ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও দুঃখিত বোধ করছি। যেখানে মৃতদের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী। পরিবারগুলোর জন্য আমাদের হৃদয় শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।"

দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আরও বলেন, "ভারত বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং সম্ভাব্য সব সহায়তা ও সহযোগিতা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে।"

উল্লেখ্য, রাজধানীর উত্তরা এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে এতে বেশ কয়েকজন তরুণ প্রশিক্ষণার্থী নিহত হন। এই ঘটনাটি দুই প্রতিবেশী দেশের মধ্যে পারস্পরিক সহানুভূতির একটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×