পল্টন মোড়ে হঠাৎ দুই ককটেল বিস্ফোরণ
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১০:১০ পিএম, ২০ জুলাই ২০২৫

রাজধানীর ব্যস্ততম পল্টন মোড়ে হঠাৎ দুই দফা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা এলাকাজুড়ে সৃষ্টি করে মুহূর্তের আতঙ্ক। রোববার (২০ জুলাই) রাত প্রায় পৌনে আটটার দিকে বিস্ফোরণ দুটি ঘটে বলে জানিয়েছেন পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুহাম্মদ নাসির উল আমিন।
ঘটনার বিষয়ে তিনি বলেন, "রাত পৌনে আটটার দিকে মোড়ে ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তবে বিস্ফোরণগুলো খুব শক্তিশালী ছিল না। বাজির মতো শব্দ হয়েছে, তেমন কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা নেই।"
পুলিশের প্রাথমিক তদন্তে দেখা গেছে, বিস্ফোরণস্থলে বড় ধরনের কোনো আলামত পাওয়া যায়নি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত নয় আইনশৃঙ্খলা বাহিনী। ওসি জানান, "তাদের ধারণা, কেউ দূর থেকে ককটেলগুলো ফাটিয়েছে।"
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা জোরদার করে এবং তদন্ত কার্যক্রম শুরু করে। এই ঘটনায় আতঙ্ক ছড়ালেও কোনো ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পুলিশ ঘটনার পেছনে কারা জড়িত, সে বিষয়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।