বিআরআইসিএম প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খান সাময়িক বরখাস্ত


MARCH NAEEM 2ND/mala-khan-1748293955.webp

বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের (বিআরআইসিএম) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। গত রোববার বিআরআইসিএমের এক অফিস আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

মালা খানের বিরুদ্ধে অননুমোদিত প্রতিষ্ঠান থেকে পিএইচডি ডিগ্রি অর্জন এবং প্রয়োজনীয় অভিজ্ঞতা না থাকার পরও প্রতারণার মাধ্যমে বিআরআইসিএমে চাকরি নেওয়ার অভিযোগ রয়েছে। গত ১০ ডিসেম্বর বিআরআইসিএমের ১৩তম পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। পরে ১৫তম পরিচালনা পর্ষদের সভায় তাঁকে সাময়িক বরখাস্ত করাসহ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়।

অভিযোগের বিষয়ে মালা খান বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। তদন্ত কমিটির তিনজনের মধ্যে দুইজনই অভিযোগকারী। সেই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি অফিসিয়াল বিষয়। এ বিষয়ে তো আমার কিছু করার নেই। শেষ পর্যন্ত দেখতে হবে কী হয়, যেহেতু এটা কর্তৃপক্ষের বিষয়।’

এ ব্যাপারে প্রতিষ্ঠানের মহাপরিচালক অনুপম বড়ুয়া বলেন, ‘বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সচিবালয়ের নির্দেশনা থাকে। সেই অনুযায়ী ধারাবাহিক পদ্ধতি অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×