ওআইসির মহাসচিবের সঙ্গে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ


February 4 2025/ওআইসি.jpg
ওআইসির বাংলাদেশের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি এমজেএইচ জাবেদ ও সংস্থাটির মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা।

ইসলামী সহযোগিতা সংস্থায় (ওআইসি) বাংলাদেশের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি এমজেএইচ জাবেদ সৌদি আরবের জেদ্দায় সংস্থাটির সচিবালয়ে মহাসচিব হিসেইন ব্রাহিম তাহার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বুধবার (২ জুলাই) জেদ্দায় ওআইসির সচিবালয়ে মহাসচিবের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাতের তথ্য জানায় স্থায়ী প্রতিনিধির অফিস।

স্থায়ী প্রতিনিধির অফিস জানায়, স্থায়ী প্রতিনিধি তুরস্কের ইস্তান্বুলে ২১-২২ জুন অনুষ্ঠিত ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) ৫১তম অধিবেশন সফলভাবে সম্পন্ন করার জন্য ওআইসি মহাসচিবকে অভিনন্দন জানান। রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সিএফএম-এ রোহিঙ্গা ইস্যুকে গুরুত্ব সহকারে তুলে ধরা এবং ফলের নথিতে এ বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

রাষ্ট্রদূত প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত মিয়ানমারের ওপর একটি বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক চাপ তৈরিতে মহাসচিবের সহায়তা কামনা করেন।

মহাসচিব রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসি সদস্য দেশগুলোর সক্রিয় সমর্থনের প্রয়োজনীয়তা স্বীকার করেন এবং আশ্বস্ত করেন যে, শান্তিপূর্ণ প্রত্যাবাসন অর্জন না হওয়া পর্যন্ত ওআইসি জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে।

স্থায়ী প্রতিনিধি ওআইসির দশ বছরের কর্মসূচিতে (টিওয়াইপিওএ) রোহিঙ্গা ইস্যু অন্তর্ভুক্তির তাৎপর্যের উপর জোর দেন। তিনি রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান আইনি প্রক্রিয়ার জন্য গাম্বিয়াকে নিরবচ্ছিন্ন আর্থিক সহায়তা নিশ্চিত করার জন্য মহাসচিবের প্রতি অনুরোধ জানান।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×