ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজীবুর গ্রেফতার


ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজীবুর গ্রেফতার
সজীবুর রহমান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজীবুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। 

শনিবার (৪ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘গত জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সজীবুর রহমানকে শুক্রবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। তাকে আদালতে পাঠানো হয়েছে। সজীবুর রহমান ঢাবি বিজয় একাত্তর হলের সভাপতির দায়িত্বে আছেন।’

তাকে শুক্রবার কোথা থেকে গ্রেফতার করা হয়েছে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এই বিষয়ে বিস্তারিত তথ্য আমরা কিছুক্ষণের মধ্যে জানিয়ে দেব।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×