
ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) এর এক বন্দি মো. মামুনুর রশিদ (৩৪) বৃহস্পতিবার মারা গেছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অসুস্থ অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে আনা হয়েছিল, যেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কারারক্ষীদের বরাত দিয়ে তিনি বলেন, মামুনুর রশিদের পিতার নাম হাজী শহিদুল ইসলাম। তবে কোন মামলায় তিনি কারাগারে ছিলেন, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।