
দুই এশীয় শক্তির সম্পর্ককে ইতিবাচক ধারায় এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, ভারত ও চীন হলো ‘ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার’। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠানো শুভেচ্ছা বার্তায় এই মন্তব্য করেন তিনি।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
শুভেচ্ছা বার্তায় শি জিনপিং বলেন, ‘গত এক বছরে চীন-ভারত সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নত ও বিকশিত হয়েছে, যা বিশ্ব শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে এবং এগিয়ে নেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন সবসময় বিশ্বাস করে ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার হওয়াই চীন ও ভারতের জন্য সঠিক পথ।’
চীন ও ভারতের সম্পর্ককে রূপক অর্থে ‘ড্রাগন ও হাতির একসঙ্গে নাচ’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দুই দেশ ভবিষ্যতে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করবে। পাশাপাশি একে অপরের উদ্বেগের বিষয়গুলো সমাধানের মাধ্যমে সুস্থ ও স্থিতিশীল দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলার প্রত্যাশাও জানান তিনি।
পারমাণবিক অস্ত্রধারী এই দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যার বড় একটি অংশ এখনো নির্ধারিত নয় এবং যা ১৯৫০-এর দশক থেকে বিতর্কিত। ২০২০ সালে সীমান্তে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা ও কয়েকজন চীনা সেনা নিহত হওয়ার পর দ্বিপক্ষীয় সম্পর্কে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। এর পর থেকে হিমালয় অঞ্চলে উভয় দেশই সামরিক উপস্থিতি বাড়িয়েছে।
তবে গত বছর থেকে সম্পর্ক স্বাভাবিক করতে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় সফরের মাধ্যমে উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় ২০২৫ সালে দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক নীতির প্রেক্ষাপটে পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণেও মনোযোগ বাড়িয়েছে চীন ও ভারত।