
শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি ও জামায়াতের মধ্যে দিনভর চলা সংঘর্ষের ঘটনায় উপজেলা জামায়াতের সেক্রেটারি সেক্রেটারি রেজাউল করিম মারা গেছেন।
বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়। এর আগে ওই দিন বিকেলে ঝিনাইগাতী উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুরের জামায়াত প্রার্থী ও শিবিরের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম।
রাশেদুল ইসলাম জানান, শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং অফিসারের উদ্যোগে আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি সমর্থকেরা দেরিতে এসে চেয়ার দখলকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডা ও হাতাহাতিতে জড়ান। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে তারা জামায়াত সমর্থকদের ওপর হামলা চালায়। এতে ৫০ জনের বেশি জামায়াত সমর্থক আহত হন। গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রেজাউল করিম ইন্তেকাল করেন।