
ভারতের মুম্বাই থেকে উড্ডয়ন করা একটি ছোট উড়োজাহাজের ভয়াবহ দুর্ঘটনায় শোকস্তব্ধ মহারাষ্ট্র। বারামতি বিমানবন্দরের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।
বুধবার ২৮ জানুয়ারি সকালে উড়োজাহাজটি মুম্বাই থেকে যাত্রা শুরু করে বারামতীতে অবতরণের চেষ্টা করছিল। জরুরি অবতরণের সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের কাছাকাছি একটি মাঠে আছড়ে পড়ে উড়োজাহাজটি। দুর্ঘটনার পরপরই এতে আগুন ধরে যায়।
ঘটনার পর দুর্ঘটনাস্থলে উড়োজাহাজের ধ্বংসাবশেষ চারদিকে ছড়িয়ে পড়ে। সেখানে তীব্র আগুনের শিখা ও ঘন ধোঁয়া দেখা যায়, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, উড়োজাহাজটিতে মোট পাঁচজন আরোহী ছিলেন। তাদের মধ্যে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং দুইজন পাইলটও ছিলেন। দুর্ঘটনায় উড়োজাহাজে থাকা সবাই প্রাণ হারিয়েছেন।