
মাঘের শেষদিকে এসে শীত ধীরে ধীরে বিদায় নিচ্ছে, আর বসন্তের আগমনের সঙ্গে প্রকৃতিতে নতুন প্রাণের সঞ্চারের অপেক্ষা বাড়ছে। সেই পরিবর্তনের ইঙ্গিত হিসেবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
বুধবার (২৮ জানুয়ারি) প্রকাশিত আবহাওয়া অধিদফতরের নিয়মিত বুলেটিনে এই পূর্বাভাস দেওয়া হয়।
বুলেটিন অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে রংপুর বিভাগের দু-একটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। একই সময়ে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, আর দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও প্রায় একই চিত্র তুলে ধরা হয়েছে। ওই সময়ে সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা তেমন পরিবর্তন নাও হতে পারে।
এদিকে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এ সময় দেশের রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।