
কর্মজীবনের অতিরিক্ত চাপ পুরুষদের আচরণ ও যৌন পরিচয়ে প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার ধর্মমন্ত্রী ড. জুলকিফলি হাসান। তিনি বলেছেন, কর্মস্থলে দীর্ঘমেয়াদি মানসিক চাপের কারণে কিছু ক্ষেত্রে পুরুষরা সমকামী প্রবণতার দিকে ঝুঁকতে পারেন।
মঙ্গলবার ২৭ জানুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে মালয়েশিয়ার সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেস মালায়শিয়া ও এনএসটি অনলাইন এ তথ্য জানায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ধর্মমন্ত্রী বলেন, কাজের চাপ কখনও কখনও ব্যক্তিদের এলজিবিটি সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হওয়ার দিকে পরিচালিত করতে পারে।
পার্লামেন্টে এক প্রশ্নের জবাবে তিনি ২০১৭ সালের একটি গবেষণার তথ্য তুলে ধরেন। ওই গবেষণার বরাত দিয়ে তিনি জানান, এলজিবিটি সংশ্লিষ্ট আচরণ গঠনে সামাজিক প্রভাব, যৌন অভিজ্ঞতা এবং ব্যক্তিগত বিভিন্ন কারণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গবেষণায় দেখা গেছে, এসব উপাদানের সম্মিলিত প্রভাবেই এ ধরনের আচরণের বিকাশ ঘটতে পারে।
জাইলাহ মোহামদ ইউসুফের করা এক পার্লামেন্টারি প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন ড. জুলকিফলি হাসান। ওই প্রশ্নে মালয়েশিয়ার এলজিবিটি সম্প্রদায়ের বর্তমান প্রবণতা, বয়সভিত্তিক বণ্টন, নৃতাত্ত্বিক গঠন এবং প্রধান প্রভাবক বিষয়গুলো সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল।
এর উত্তরে ধর্মমন্ত্রী জানান, মালয়েশিয়া সরকার এলজিবিটি জনগোষ্ঠীর মোট সংখ্যা নিয়ে কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান সংরক্ষণ করে না। তবে ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটিতে এলজিবিটি সংশ্লিষ্ট মোট ১৩৫টি মামলা নথিভুক্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।