
সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম মন্তব্য করেছেন, দেশে দালালরা সম্পদ জমিয়েছে এবং মিডিয়া নিয়ন্ত্রণ করছে; এ কারণেই কাঙ্ক্ষিত পরিবর্তন বাস্তবায়িত হয়নি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ‘রাষ্ট্র পূণর্গঠন ও গণভোট’ শীর্ষক সেমিনারে মাহফুজ আলম এই মন্তব্য করেন।
তিনি বলেন, “অল্প কিছু লোকের সুবিধার জন্য গণঅভ্যুত্থান হয়নি। সবার পরিবর্তনের জন্য হয়েছে। সেজন্য সংস্কার দরকার। রাঘববোয়ালদের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে পরিবর্তন হবে না।”
মাহফুজ আলম অভিযোগ করে জানান, শেষ চার মাস ধরে তাকে কাজের সুযোগ দেওয়া হয়নি। ফলে রাষ্ট্র সংস্কার সম্পন্ন করা সম্ভব হয়নি। তিনি বলেন, “পুরাতন বন্দোবস্তের লোকদের বহাল রেখে নতুন কাঠামো গড়ে তোলা সম্ভব নয়।”
সম্পদের পুনর্বণ্টনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে সাবেক উপদেষ্টা আরও উল্লেখ করেন, “যদি জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর চুক্তি হয়, তাহলে কেনও বিপরীতমুখী কথা বলা হচ্ছে। রাজনৈতিক সমঝোতা হচ্ছে ক্ষমতা কাঠামোর পুনর্বিন্যাস। সম্পদের পুনর্বণ্টন জরুরি, জমির বণ্টন নিয়ে কোনও কাজ করা হয়নি।”
শেষে মাহফুজ আলম রাজনৈতিক দলগুলোর প্রতি সতর্ক করেন, “গণঅভ্যুত্থান আমাদের অনেক দূর এগিয়েছিল, রাজনৈতিক দলগুলো আবার পিছিয়ে দিচ্ছে।”