
ইরানে সাম্প্রতিক অর্থনৈতিক সংকট ও সহিংস বিক্ষোভের উত্তাপে এবার সরকার সমর্থকরা রাস্তায় নেমেছেন। দেশজুড়ে লাখো মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে, যারা সরকারের পক্ষে ও ‘বিদেশি মদদপুষ্ট’ বিক্ষোভকারীদের সহিংসতার প্রতিবাদ জানাচ্ছে। প্রেস টিভির প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, আয়াতুল্লাহ আলী খামেনেয়ির নেতৃত্বাধীন সরকারের প্রতি সমর্থন জানাতে দেশের বিভিন্ন শহরে বিশাল জনসমাগম হয়েছে। কেরমান ও জাহেদানসহ অন্যান্য শহরে মানুষরা খামেনেয়ির ছবি বহন করেছে, হাতে ছিল পবিত্র কোরআন এবং জাতীয় পতাকা।
প্রেস টিভি জানাচ্ছে, কেরমানে মিছিলরত জনতা ‘আমেরিকার পতন’ স্লোগান দেন। সোমবার (১২ জানুয়ারি) সরকারি সংস্থাগুলো দেশজুড়ে শাসকগোষ্ঠীর সমর্থনে মিছিলের ডাক দেয়। এই আয়োজন করা হয় টানা দুই সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভের পরিপ্রেক্ষিতে, যেখানে প্রধানত অর্থনৈতিক সমস্যা ও অন্যান্য নানা কারণে প্রতিবাদ ছড়িয়ে পড়েছিল।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির ফুটেজে দেখা যায়, মানুষরা ‘আমাদের জাতি জেগে উঠেছে এবং দাঙ্গাবাজদের ঘৃণা করে’ ও ‘আমরা বিপ্লবী সৈনিক, আমরা ফেতনাবাজদের ঘৃণা করি’ স্লোগান দিচ্ছে।
ফারস নিউজ এজেন্সির বরাতে বলা হয়েছে, মধ্য ইরানের আরাক শহরে একজন বক্তা মাইক্রোফোনে জনতাকে উদ্দেশ্য করে বলেন, ‘সবারই সমস্যা আছে, কিন্তু তারা বিদেশিদের হাতে নিজের ভাগ্যের সিদ্ধান্ত তুলে দেয় না। তারা আমেরিকা ও ইসরায়েলের হাতে দাবার চাল তুলে দেয় না।’
ইরান সরকার বলছে, তারা বিদেশি মদদপুষ্ট বিক্ষোভ ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ এনেছে। দেশজুড়ে ইন্টারনেটও দ্রুত চালু করা হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আজ (সোমবার) জানান, বিক্ষোভ দমন-পীড়ণের পর ‘পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে’।
সূত্র: প্রেস টিভি