
ইরানে চলমান সহিংস বিক্ষোভের মধ্যে দেশটির সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের জন্য তারা উন্মুক্ত। সোমবার (১২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, প্রয়োজন অনুযায়ী ভিন্ন মাধ্যমে বার্তা আদান-প্রদান করা হয়।
বাঘাই উল্লেখ করেন, “আমাদের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে যোগাযোগের মাধ্যমগুলো উন্মুক্ত। প্রয়োজন হলে বার্তা আদান-প্রদান করা হয়।”
তিনি আরও বলেন, “ঐতিহ্যবাহী মধ্যস্থতাকারী সুইজারল্যান্ডের মাধ্যমেও যোগাযোগ খোলা রয়েছে।”
মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র কিছু বিষয় উত্থাপন করেছে এবং ধারণাগুলো আলোচনা করা হয়েছে। সাধারণভাবে, ইরান এমন দেশ যারা কখনো আলোচনার টেবিল ত্যাগ করেনি।
তবে তিনি যুক্তরাষ্ট্রের ‘বিরোধপূর্ণ বার্তাগুলো’কে তুচ্ছ ও বিশ্বাসযোগ্য নয় বলে উল্লেখ করেন।
এর আগে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মার্কিন কর্মকর্তারা ইরানি কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে পারেন এবং তিনি বিরোধীদের সঙ্গেও যোগাযোগ রাখছেন। একই সঙ্গে তিনি ইরানের বর্তমান নেতৃত্বের ওপর চাপ সৃষ্টি করছেন।