
ইরান সরকার তীব্র অর্থনৈতিক সংকটের প্রতিবাদে চলমান সহিংস বিক্ষোভে নিহতদের স্মরণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা এই শোক পালন করছে বলে প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সরকারের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ আন্দোলনের সময় প্রাণ হারানো ইরানি নাগরিকদের সম্মানে।
সরকারি বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানি জনগণ দেখেছে কীভাবে অপরাধীরা আইএসআইএসের মতো বর্বর সহিংসতা চালিয়ে সাধারণ মানুষ, স্বেচ্ছাসেবক ও পুলিশ সদস্যদের লক্ষ্যবস্তু করেছে, যার ফলে অনেকেই শহীদ হয়েছেন।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, সরকার নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত ইন্টারনেট পুনঃসংযোগ চালু করার কাজ করছে। দূতাবাস ও সরকারি মন্ত্রণালয়গুলোর ইন্টারনেটও পুনরায় সক্রিয় করা হবে।
আরাগচি অভিযোগ করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের হুঁশিয়ারি চলমান বিক্ষোভে আরও উসকানি দিচ্ছে।
তাছাড়া, সহিংস বিক্ষোভ মোকাবিলার জন্য ইরান সরকার সোমবার জাতীয়ভাবে ইসলামী প্রজাতন্ত্রের পক্ষে বিক্ষোভে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।
রোববার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি-কে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেন, “সরকার অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্য প্রস্তুত, তবে দাঙ্গাবাজদের প্রতি কোনো ধরনের সহনশীলতা দেখানো হবে না।”