
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে হামোন্টনের আকাশে উড্ডয়নকালে দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজন পাইলটের মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১১টা ২৫ মিনিটে হামোন্টন মিউনিসিপ্যাল এয়ারপোর্টের আকাশসীমায় এই দুর্ঘটনা ঘটে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) নিশ্চিত করেছে যে সংঘর্ষে লিপ্ত দুটি হেলিকপ্টার ছিল এন্সট্রম এফ-২৮এ এবং এন্সট্রম ২৮০সি মডেলের। প্রতিটি হেলিকপ্টারে কেবল একজন পাইলট অবস্থান করছিলেন।
মাঝ আকাশে সংঘর্ষের পর একটি হেলিকপ্টার দ্রুত ঘুরতে ঘুরতে মাটিতে আছড়ে পড়ে এবং অপরটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই একজন পাইলটের মৃত্যু হয়, আর অপরজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
হামোন্টন পুলিশের প্রধান কেভিন ফ্রিল সংবাদমাধ্যমকে জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই জরুরি উদ্ধারকারী দল, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। বিধ্বস্ত একটি হেলিকপ্টারে আগুন ধরে গেলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষের পর একটি হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। হামোন্টন শহরটি মূলত কৃষিভিত্তিক ঐতিহ্যের জন্য পরিচিত এবং এটি ফিলাডেলফিয়া থেকে প্রায় ৩৫ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত। দুর্ঘটনার কারণে বিমানবন্দর এলাকার সাধারণ মানুষের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এফএএ ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এটি কোনো যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে কি না, অথবা পাইলটদের মধ্যে যোগাযোগে কোনো ঘাটতি ছিল কি না। বিমানবন্দর কর্তৃপক্ষও জানাচ্ছে, উড্ডয়নের সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশনা ঠিকমতো অনুসরণ হয়েছে কি না, সেটিও গুরুত্বের সঙ্গে যাচাই করা হচ্ছে।
তদন্তকারীরা উল্লেখ করেছেন যে, আকাশ পরিষ্কার থাকা সত্ত্বেও মুখোমুখি সংঘর্ষ কীভাবে হলো তা এখনও রহস্যজনক। যুক্তরাষ্ট্রে এমন দুর্ঘটনা নতুন নয়। গত জানুয়ারি মাসে ওয়াশিংটন ডিসিতে একটি সামরিক হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষে ৬৭ জন নিহত হয়েছিল।
প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ হতে কিছুদিন সময় লাগতে পারে। নিহত ও আহত পাইলটদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
সূত্র: বিবিসি