
দুপুরের নীরবতা ভেঙে পশ্চিম তুরস্কে অনুভূত হলো এক ক্ষীণ ভূমিকম্প—তবে এতে আতঙ্কের চেয়ে স্বস্তির খবরই বেশি।
ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, রোববার স্থানীয় সময় দুপুর ১২টা ৪৯ মিনিটে এ ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল মাত্র ১ দশমিক ১।
ইএমএসসির তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৭ কিলোমিটার গভীরে। কেন্দ্রস্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে বালিকেসির শহর থেকে আনুমানিক ৬৩ কিলোমিটার দক্ষিণ-পূর্ব এবং সিন্দিরগি শহর থেকে প্রায় ১১ কিলোমিটার দক্ষিণ-পূর্ব এলাকা।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষও ক্ষয়ক্ষতির কোনো খবর দেয়নি। ভূমিকম্পটির মাত্রা খুব কম হওয়ায় বড় ধরনের প্রভাব পড়েনি বলেই ধারণা করা হচ্ছে।