
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সোমবার, ২৯ ডিসেম্বর, ফ্লোরিডার উদ্দেশে রওনা হবেন। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহু রোববার সকাল ৭টা ৩০ মিনিটে দেশ ত্যাগ করবেন এবং স্থানীয় সময় দুপুর ২টায় ফ্লোরিডায় পৌঁছাবেন।
প্রথমেই তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করবেন। একই দিন বিকেল সাড়ে ৩টায় ফ্লোরিডার মার-এ-লাগোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।
নেতানিয়াহুর মঙ্গলবারের জন্য এখনও কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করা হয়নি। তবে বুধবার সকাল সাড়ে ১০টায় তিনি নিজের হোটেলে ইভানজেলিক্যাল নেতাদের সঙ্গে বৈঠক করবেন। পরে শুল অব বাল হারবারে ভ্রমণ করবেন, যেখানে তিনি আইনপ্রণেতা, ইহুদি ও কমিউনিটি নেতাদের সঙ্গে স্থানীয় শিক্ষার্থিদের উপস্থিতিতে একটি অনুষ্ঠানে অংশ নেবেন।
নেতানিয়াহুর এই সফর শেষে তিনি বৃহস্পতিবার বিকেলে ফ্লোরিডা ত্যাগ করবেন এবং শুক্রবার বিকেলের আগেই ইসরায়েলে পৌঁছানোর আশা করা হচ্ছে।