
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করছে, মস্কো যুদ্ধ শেষ করতে আগ্রহী নয়। এই মন্তব্য তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যুদ্ধ অবসান পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার আগে করেছেন।
জেলেনস্কি বলেন, “রাশিয়ানরা যুদ্ধ শেষ করতে চান না। তারা ইউক্রেনকে আরও ভোগান্তিতে ফেলতে এবং বিশ্বজুড়ে অন্যদের ওপর চাপ বাড়াতে প্রতিটি সুযোগ কাজে লাগাচ্ছে।”
শনিবার কিয়েভ ও এর আশপাশের এলাকায় রাশিয়ার হামলায় এক ব্যক্তি নিহত এবং দুই ডজন মানুষ আহত হয়েছেন। শীতের প্রভাবে লাখ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রাতভর জোরালো বিস্ফোরণের পর কয়েক ঘণ্টা বিমান হামলার সতর্কতা জারি ছিল। হামলার সময় কিয়েভে আকাশে উজ্জ্বল আলো দেখা গেছে।
কিয়েভ অঞ্চলের গভর্নর মিকোলা কালাশনিক জানিয়েছেন, নিহত ব্যক্তি ৪৭ বছর বয়সী একজন নারী। রাজধানীর মেয়র ভিতালি ক্লিচকো বলেন, শহরে ১৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেয়র ক্লিচকো আরও জানান, হামলায় ২,৬০০টি আবাসিক ভবন এবং শত শত স্কুল, কিন্ডারগার্টেন ও কমিউনিটি সেন্টারে তাপ সরবরাহ বন্ধ হয়ে গেছে। কালাশনিক বলেন, কিয়েভের বাম তীরের কিছু অংশ এখনও বিদ্যুৎহীন এবং ৩,২০,০০০-এর বেশি গ্রাহক এখনো বিদ্যুৎবিহীন।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করা হয়েছে। জেলেনস্কি বলেন, “কিয়েভে রাশিয়ার এই হামলা প্রমাণ করে যে, মস্কো যুদ্ধ শেষ করতে চায় না।”
রাশিয়ার সঙ্গে চলমান সংঘাত ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হয়। এই যুদ্ধে ইতোমধ্যে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন।
রোববার ফ্লোরিডায় ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে বৈঠক হবে, যেখানে যুদ্ধ বন্ধের ২০ দফার প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এতে যুদ্ধরেখা অক্ষুণ্ণ রাখার সঙ্গে পূর্বাঞ্চল থেকে ইউক্রেন সেনা প্রত্যাহারের সুযোগ এবং বাফার জোন গঠনের সম্ভাবনা রয়েছে।
শনিবার রাশিয়া অভিযোগ করেছে, জেলেনস্কি এবং তার ইউরোপীয় ইউনিয়নের সমর্থকরা এই প্রস্তাবকে ব্যর্থ করার চেষ্টা করছেন।
সূত্র: এএফপি