
বিশ্ব ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ৭০০ বিলিয়ন ডলারের সম্পদের মাইলফলক ছুঁলেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ফোর্বসের সর্বশেষ হিসাবে তার মোট সম্পদের পরিমাণ এখন ৭৪৯ বিলিয়ন ডলার।
ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র চার দিন আগেও মাস্কের নিট সম্পদ ছিল ৬০০ বিলিয়ন ডলার। তবে গত শুক্রবার একটি আদালতের রায়ে তার দীর্ঘদিনের বিতর্কিত ‘বেতন প্যাকেজ’ ফিরে পাওয়ায় সম্পদে এক লাফে যোগ হয় ১৩৯ বিলিয়ন ডলার।
২০১৮ সালে নির্ধারিত এই বেতন প্যাকেজের মূল্য একসময় ছিল ৫৬ বিলিয়ন ডলার। প্যাকেজটি নিয়ে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছিল। এর আগে একটি নিম্ন আদালত এই বিপুল অঙ্কের চুক্তি বাতিল করলেও প্রায় দুই বছর পর ডেলাওয়্যার সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্ত পাল্টে ইলন মাস্কের পক্ষে রায় দেয়।
সুপ্রিম কোর্ট রায়ে উল্লেখ করে, ২০২৪ সালে যে আদেশে বেতন প্যাকেজ বাতিল করা হয়েছিল, তা যথাযথ ছিল না এবং ওই রায়ের মাধ্যমে মাস্কের প্রতি ‘অন্যায়’ করা হয়েছে।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে মহাকাশ প্রযুক্তি খাতে মাস্কের স্টার্ট-আপ প্রতিষ্ঠান স্পেসএক্স শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে পারে—এমন প্রতিবেদনের পরই তিনি বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৬০০ বিলিয়ন ডলারের নিট সম্পদের সীমা অতিক্রম করেন।
ফোর্বসের বিলিয়নিয়ার তালিকা অনুযায়ী, বর্তমানে মাস্কের সম্পদ বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজের তুলনায় প্রায় ৫০০ বিলিয়ন ডলার বেশি।