
নির্বাচন কমিশন (ইসি) আমজনতার দলের নিবন্ধন সংক্রান্ত সকল আপত্তি নিষ্পত্তি করে দলটিকে চূড়ান্তভাবে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন সনদ প্রদান করেছে।
রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় দলটির সদস্য সচিব তারেক রহমান নির্বাচন কমিশন সচিবালয় থেকে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত নিবন্ধন সনদ গ্রহণ করেন।
এর আগে, নির্বাচন কমিশন গত ১৫ ডিসেম্বর দুইটি আপত্তি বিষয়ে শুনানি করে। কমিশন জানিয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর চ্যাপ্টার ৬এ অনুযায়ী নিবন্ধনের শর্তাদি পূরণ করায় তারা সন্তুষ্ট হয়ে আমজনতার দলকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে।
উল্লেখ্য, ৪ ডিসেম্বর সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন যে, নিবন্ধনের শর্তপূরণ করায় তারেক রহমানের আমজনতার দলকে নীতিগতভাবে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর ৯ ডিসেম্বর গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করে দেখানো হয় যে, কারও আপত্তি আছে কি না। নির্ধারিত সময়ে আপত্তি আসায় নির্বাচন কমিশন দলটির শুনানি সম্পন্ন করে চূড়ান্তভাবে নিবন্ধন প্রদান করে।
এর আগে, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না পাওয়ায় গত নভেম্বরের শুরুতে তারেক রহমান আগারগাঁওয়ে ইসি ভবনের প্রধান ফটকের সামনে আমরণ অনশন শুরু করেছিলেন। তিনি তখন সাংবাদিকদের জানিয়েছেন, দলের সব যোগ্যতা থাকা সত্ত্বেও বিভিন্ন সময় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করায় তাদের নিবন্ধন আটকা পড়েছিল।