
আগামী দিনের কর্মসূচি ও দাবিদাওয়া স্পষ্ট করতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। সোমবার দুপুরে রাজধানীর শাহবাগে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।
রোববার (২১ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে উল্লেখ করা হয়, বিপুল জনসমাগম ও ব্যাপক সম্মতির মাধ্যমে ঘোষিত ইনকিলাব মঞ্চের দুই দফা দাবির একটিও এখনো বাস্তবায়ন হয়নি। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহ-স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে কোনো ব্যাখ্যা দেননি বলেও অভিযোগ করা হয়। সংগঠনটির দাবি, প্রধান উপদেষ্টার পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে সিভিল ও মিলিটারি গোয়েন্দা সংস্থাগুলো থেকে ‘হাসিনার চরদের’ গ্রেপ্তার করা হয়নি।
এতে আরও বলা হয়, অ্যাডিশনাল আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডকে তুচ্ছ ও গুরুত্বহীন হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে।
এই প্রেক্ষাপটে ইনকিলাব মঞ্চ জানিয়েছে, আগামী সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় শাহবাগের শহীদ হাদি চত্বরে আগামীর কর্মসূচি ও দাবি তুলে ধরতে সংবাদ সম্মেলন আয়োজন করা হবে।