
লালমনিরহাটের পাটগ্রামে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করা ভারতের বিএসএফ সদস্য বেদ প্রকাশকে ফেরত দিয়েছে বিজিবি।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে তিনবিঘা করিডোর এলাকায় ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতের হাতে হস্তান্তর করা হয়।
বেদ প্রকাশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার-১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পে কর্মরত ছিলেন। পতাকা বৈঠকে ভারতের পক্ষে ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক বিজয় প্রকাশ সুকলা এবং বাংলাদেশের পক্ষে ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন উপস্থিত ছিলেন।
সূত্রে জানা গেছে, বেদ প্রকাশ রোববার ভোরে পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন এলাকায় সীমান্ত অতিক্রম করে প্রায় ১০০ গজ ভেতরে ঢুকে পড়েন। তখন তাকে ৫১ বিজিবি ব্যাটালিয়নের দহগ্রাম আঙ্গোরপোতা ক্যাম্পের টহল দল আটক করে ক্যাম্পে নিয়ে আসে। তার কাছ থেকে একটি শটগান, দুটি গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। পরে পতাকা বৈঠকের আয়োজন করা হয়।
পতাকা বৈঠকে বিএসএফ সদস্যের অনুপ্রবেশের ঘটনা নিয়ে ভারতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটানোর আশ্বাস দেওয়া হয়।
৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে বেদ প্রকাশ জানিয়েছেন যে, গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে কুয়াশার কারণে ভুলবশত তিনি বাংলাদেশে ঢুকে পড়েন।