
ভারতের সুপ্রিম কোর্টে নতুন প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন বিচারপতি সূর্য কান্ত। তিনি দেশের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বে গ্রহণ করেন।
রবিবার (২৪ নভেম্বর) বিদায়ী প্রধান বিচারপতি বি.আর. গবইয়ের অবসরের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিচারপতি কান্তকে প্রধান বিচারপতি হিসেবে শপথ দেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রপতির পাশাপাশি সুপ্রিম কোর্টের অন্যান্য উচ্চপদস্থ বিচারপতিরাও উপস্থিত ছিলেন।
বিদায়ী প্রধান বিচারপতি গবই পূর্বে রাষ্ট্রপতিকে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি কান্তের নাম প্রস্তাব করেছিলেন।
সূর্য কান্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন ২০২৭ সালের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর দেশের প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করবেন বিচারপতি বিক্রম নাথ।