
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব আলী লারিজানি বলেছেন, “অপরাধী ইসরায়েলি শাসনের মুখোমুখি হওয়ার বাইরে আর কোনো বিকল্প নেই।”
রোববার (২৩ নভেম্বর) লেবাননে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার হাইথাম আলী তাবাতাবাইয়ের মৃত্যুর প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
লারিজানি বলেন, এক বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলার পর ২০২৪ সালের নভেম্বরে লেবাননের হিজবুল্লাহ এবং ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। তবে যুদ্ধবিরতির পরও ইসরায়েল বারবার লেবাননে বোমা হামলা চালাচ্ছে এবং সাম্প্রতিক দিনগুলোতে হামলার মাত্রা আরও বেড়েছে।
ইরানের নিরাপত্তা প্রধান আরও বলেন, “ইসরায়েলি সরকারের নেতা বেনিয়ামিন নেতানিয়াহু তার অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাবেন যতক্ষণ না সবাই বুঝতে পারে, ইসরায়েলের ভুয়া শাসনের মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই।”
তিনি বলেন, “হজরত ফাতেমা (সা.)-এর শাহাদাতবার্ষিকীর প্রাক্কালে অপরাধী ইসরায়েলি শাসকগোষ্ঠী হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার হাইথাম আলী তাবাতাবাই এবং তার কয়েকজন সহযোদ্ধাকে শহীদ করেছে।”
লারিজানি হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের মহাসচিব শেখ নাইম কাসেম এবং অন্যান্য কমান্ডারদের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, দক্ষিণ বৈরুতের দাহিয়েহ শহরতলির একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলের হামলায় হাইথাম আলী তাবাতাবাই ও চার জন প্রতিরোধ যোদ্ধাসহ কমপক্ষে পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন নারী ও শিশুসহ আরও ২৮ জন।