আমিরাতে তীব্র গরমে দিনভর জানাজা নামাজ আয়োজন না করার অনুরোধ
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৬:২৬ পিএম, ২৫ জুলাই ২০২৫

চরম গরমের প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতে সকাল ৯টা থেকে বিকাল ৫টার মধ্যে জানাজার নামাজ ও অন্ত্যেষ্টিক্রিয়ার অন্য আনুষ্ঠানিকতা না করার অনুরোধ জানানো হয়েছে।
এই নির্দেশনার পেছনে কারণ হিসেবে দেশটির প্রচণ্ড গ্রীষ্মকালীন আবহাওয়ার স্বাস্থ্যঝুঁকি তুলে ধরা হয়েছে। আমিরাতের ইসলাম, দান ও যাকাত সংক্রান্ত জেনারেল অথরিটি এ বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে বলে শুক্রবার (২৫ জুলাই) খালিজ টাইমস-এর প্রতিবেদনে জানানো হয়।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, “জানাজার নামাজ ও সংশ্লিষ্ট অন্যান্য আয়োজন সকাল সকাল অথবা সন্ধ্যার পর সম্পন্ন করা হোক।”
প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, গ্রীষ্মকালে আমিরাতে সূর্যের তীব্রতা থাকে চরম পর্যায়ে। এতে করে বয়স্ক ব্যক্তি, শিশু এবং যেসব মানুষ জটিল স্বাস্থ্যসমস্যায় ভুগছেন, তারা হিটস্ট্রোকসহ গরম-জনিত নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কায় থাকেন।
নির্দেশনার মূল উদ্দেশ্য হলো—এই বিপজ্জনক সময়ের মধ্যে জনস্বাস্থ্য রক্ষা করা এবং মৃত ব্যক্তির স্বজনদের শারীরিক কষ্ট থেকে রক্ষা করা।
সূত্র: খালিজ টাইমস