ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করল ইসরায়েল, হতাহতের খবর নেই
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১২:০৫ পিএম, ১০ জুলাই ২০২৫

ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বৃহস্পতিবার ভোরে সফলভাবে প্রতিহত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। মধ্য ইসরায়েল ও জেরুজালেম অঞ্চলের আকাশে ক্ষেপণাস্ত্রটি শনাক্ত হওয়ার পরপরই সতর্কতা সাইরেন বাজানো হয়। পরে আইডিএফ নিশ্চিত করে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা হামলাটি সফলভাবে ঠেকাতে সক্ষম হয়েছে।
ইসরায়েলের জরুরি চিকিৎসা সংস্থা মাগেন ডেভিড আদম জানিয়েছে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আবারও লোহিত সাগর এবং আশপাশের জলসীমায় বাণিজ্যিক জাহাজের ওপর হামলা শুরু করেছে। কয়েক মাস বিরতির পর গত রবিবার থেকে তারা এসব হামলা চালানো শুরু করে। সোমবার ও মঙ্গলবার তারা ‘এটারনিটি সি’ নামের একটি পণ্যবাহী জাহাজে হামলা চালায়, এতে চারজন নিহত হন এবং জাহাজটি ডুবে যায়।
হুতিদের দাবি, জাহাজটির মালিক প্রতিষ্ঠান ইসরায়েলের এলিয়াত বন্দরের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক পুনঃস্থাপন করায় তারা এ হামলা চালিয়েছে। একইভাবে, গ্রিসের পতাকাবাহী ‘ম্যাজিক সিজ’ নামের আরেকটি জাহাজেও গুলিবর্ষণ ও গ্রেনেড হামলা চালিয়েছে তারা। জাহাজটি গুরুতর ক্ষতিগ্রস্ত হলেও এর সব ক্রু সদস্য নিরাপদে তীরে পৌঁছেছেন।
বিশেষজ্ঞরা বলছেন, ইরান-ইসরায়েল যুদ্ধ শেষে আবারও হুতিদের এমন আক্রমণ বাণিজ্যিক নৌপথ ও আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে অনিশ্চয়তার মুখে ফেলেছে। তবে ইসরায়েলের কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা বড় ধরনের বিপর্যয় এড়াতে সহায়তা করছে।