৪.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল দিল্লি


saurav/0f3694db98917f691fe6ad85dfb4cc59786c9a9a2394c0c7.jpg

ভারতের রাজধানী নয়াদিল্লি ও আশপাশের এলাকায় বৃহস্পতিবার সকালে হালকা মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় সকাল ৯টা ৪ মিনিটে ৪.৪ মাত্রার কম্পনটি হয়, যার উৎসস্থল ছিল দিল্লি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের হরিয়ানার ঝাঝর জেলায়। খবরঃ আনন্দবাজার পত্রিকা।

ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে হঠাৎ কম্পনে দিল্লি, গুরুগ্রাম, নয়ডা ও আশপাশের এলাকায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাড়ি বা অফিস ছেড়ে রাস্তায় নেমে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পের সময় ঘরের ফ্যান ও আসবাবপত্র কেঁপে ওঠে, এমনকি বহুতল ভবনের অফিসগুলোর কম্পিউটারও কাঁপতে থাকে।

দিল্লি সংলগ্ন অঞ্চলগুলোতে অফিসপাড়া বেশি থাকায় কর্মজীবীদের মধ্যে তীব্র উৎকণ্ঠা দেখা দেয়। অনেক অফিসকর্মী তড়িঘড়ি করে বাইরে বেরিয়ে আসেন।

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতেও দিল্লিতে একই ধরনের একটি ভূমিকম্প হয়েছিল, যার মাত্রা ছিল ৪। ভূবিজ্ঞানীরা বলছেন, দিল্লি একটি ভূমিকম্প-প্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় এমন কম্পন বিরল নয়। ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (NDMA) জানায়, দেশের প্রায় ৫৯ শতাংশ এলাকা ভূমিকম্প ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×