রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা আয়োজন করতে চায় ভ্যাটিকান: পোপ লিও


February 4 2025/pop.jpg

ভ্যাটিকান রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা আয়োজন করতে ইচ্ছুক বলে জানিয়েছেন খ্রিস্টান ধর্মগুরু পোপ চতুর্দশ লিও। ইতালি সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার (৯ জুলাই) লিও'র সঙ্গে দেখা করার সময় এ ইচ্ছার কথা জানান তিনি।

ভ্যাটিকানের বিবৃতিতে বলা হয়েছে, পোপ দুই মাসে দ্বিতীয়বারের মতো ইউক্রেনীয় নেতার সাথে সঙ্গে করেন। এ সময় তিনি জেলেনস্কির সঙ্গে 'একটি ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তির জরুরি প্রয়োজনীয়তা' নিয়েও আলোচনা করেছেন।

রয়টার্স জানিয়েছে, জেলেনস্কি এবং লিও রোম থেকে খুব দূরে নয় এমন একটি ছোট ইতালীয় পাহাড়ি শহর ক্যাস্টেল গ্যান্ডোলফোতে আলোচনা করেন। সেখানে পোপ দুই সপ্তাহের ছুটি কাটাচ্ছেন।

লিও এবং জেলেনস্কির মধ্যে কতক্ষণ বৈঠক হয়েছিল, ভ্যাটিকান তা জানায়নি। তারা একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে, পোপ লিও জেলেনস্কিকে ইংরেজিতে জিজ্ঞাসা করছেন 'কি হচ্ছে...সবকিছু?'।

লিও বিশ্ব সংঘাতে শান্তির আহ্বানকে প্রধান বিষয় করে তুলেছেন। এর আগে ১৮ মে ভ্যাটিকানে জেলেনস্কির সাথে দেখা করে একই ধরণের কথা জানিয়েছিলেন।

পোপ গত ৪ জুন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও ফোনালাপও করেন। সে সময় ভ্যাটিকান বলেছে, লিও পুতিনকে ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটাতে দৃঢ় পদক্ষেপ নিতে বলেছিলেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×