‘ট্রাম্পের শুল্কনীতির’ বিরুদ্ধে বার্তা দেবে ব্রিকস সদস্য দেশগুলো


February 4 2025/brics DW.jpeg

ব্রাজিলের রিও ডি জেনেইরোতে রোববার (৬ জুলাই) ব্রিকস সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অভ্যন্তরীণ ও নির্বিচার শুল্কনীতির’ বিরুদ্ধে গুরুতর উদ্বেগ প্রকাশ করতে যাচ্ছে। এ পদক্ষেপগুলোকে 'অবৈধ' আখ্যা দিয়ে বলা হয়েছে, এগুলো বৈশ্বিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

এএফপির হাতে পৌঁছানো এক খসড়া ঘোষণায় বলা হয়েছে, 'আমরা একতরফা শুল্ক ও অ-শুল্ক ব্যবস্থার বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করছি, যেগুলো বাণিজ্য বিকৃত করে এবং বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়মের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এসব ব্যবস্থায় বিশ্ব বাণিজ্য আরও হ্রাস পাওয়ার ঝুঁকি রয়েছে এবং বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা ক্ষুণ্ণ হচ্ছে।'

যদিও ঘোষণায় যুক্তরাষ্ট্র কিংবা প্রেসিডেন্ট ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবুও এটি স্পষ্টতই ওয়াশিংটনের প্রতি একটি রাজনৈতিক বার্তা।

ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) এবং সম্প্রতি যুক্ত হওয়া সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ইথিওপিয়া ও ইন্দোনেশিয়াসহ মোট ১১টি সদস্য রাষ্ট্র এখন বিশ্ব জনসংখ্যার প্রায় অর্ধেক এবং বৈশ্বিক অর্থনীতির ৪০ শতাংশ প্রতিনিধিত্ব করে।

তবে এই বছরের সম্মেলনে চীন ও রাশিয়ার রাষ্ট্রপ্রধান অনুপস্থিত থাকায় সম্মেলনের রাজনৈতিক গুরুত্ব কিছুটা কমেছে বলে মনে করা হচ্ছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ১২ বছরের মধ্যে এই প্রথম ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ভিডিও লিংকের মাধ্যমে অংশ নিচ্ছেন।

বিশ্লেষকদের মতে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচ্চ মর্যাদায় উপস্থিতি এবং রাষ্ট্রীয় ভোজের আয়োজন শি জিনপিংয়ের অনুপস্থিতির অন্যতম কারণ হতে পারে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×