লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্যে নতুন উদ্বেগ
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১০:৫০ পিএম, ০৬ জুলাই ২০২৫

লোহিত সাগরে আবারও বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। রোববার (৬ জুলাই) ইয়েমেনের দক্ষিণ-পশ্চিম উপকূলের কাছাকাছি এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও।
সংস্থাটি জানায়, অজ্ঞাতনামা একটি বাণিজ্যিক জাহাজে আটটি ছোট নৌকা থেকে গুলি ও রকেটচালিত গ্রেনেড ছোড়া হয়। জাহাজে থাকা নিরাপত্তাকর্মীরা পাল্টা গুলি চালান এবং কিছু সময় গুলি বিনিময় চলে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ দায় স্বীকার করেনি।
ব্রিটিশ নিরাপত্তা সংস্থা অ্যামব্রেও জানিয়েছে, ইয়েমেনের হোদাইদা বন্দর থেকে প্রায় ৫১ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে এই হামলা সংঘটিত হয়েছে। তবে আক্রান্ত জাহাজটির নাম প্রকাশ করা হয়নি।
চলতি বছরের এপ্রিলের পর এটি এই অঞ্চলে প্রথম বড় ধরনের হামলা। এই ঘটনার পেছনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও তারা এখন পর্যন্ত দায় স্বীকার করেনি।
২০২৩ সালের নভেম্বর থেকে হুথিরা শতাধিক সামুদ্রিক হামলা চালিয়েছে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এসব হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে তারা। এ সময়ে হুথি বিদ্রোহীরা কয়েকটি জাহাজ ডুবিয়ে দিয়েছে, একটি পশ্চিমা জাহাজ ছিনতাই করে এবং নাবিকদের হত্যার ঘটনাও ঘটিয়েছে। এ ধরনের হামলায় বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যপথ ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। ফলে অনেক আন্তর্জাতিক পরিবহন কোম্পানি বিকল্প রুটে যাতায়াত করতে বাধ্য হচ্ছে, যার ফলে পরিবহন ব্যয়ও বেড়ে গেছে।
এ পরিস্থিতিতে পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্র হুথিদের ওপর হামলা বাড়িয়েছে। যদিও ২০২৫ সালের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথিদের সঙ্গে একটি সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেন। চুক্তির শর্ত অনুযায়ী, উভয় পক্ষ লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালীতে হামলা থেকে বিরত থাকবে বলে সম্মত হয়েছিল।
তবে চলতি বছরের জুনে হুথিরা হুঁশিয়ারি দেয় যে, যদি ইরানের বিরুদ্ধে ইসরায়েলি অভিযানে যুক্তরাষ্ট্র অংশ নেয়, তবে তারা লোহিত সাগরে মার্কিন জাহাজকে টার্গেট করবে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালানোর পর হুথিদের সেই হুমকি বাস্তবায়নের আশঙ্কা আবারও জোরালো হয়ে উঠেছে।
ঢাকাওয়াচ/এমএস