ইরানে বিস্ফোরণে আইআরজিসির দুই সদস্য নিহত


February 4 2025/Iran dw.jpg

ইরানের পশ্চিমাঞ্চলীয় খোররামাবাদ শহরে ইসরাইলি বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দুই সদস্য। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানায়, রোববার ফেলে যাওয়া বিস্ফোরক সরাতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়, ‘ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনের সময় ছোড়া বিস্ফোরক সরানোর দায়িত্বে থাকা দুই আইআরজিসি সদস্য নিহত হয়েছেন।’

গত ১৩ জুন ইসরাইল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা শুরু করে। ইরানও পাল্টা হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যে ১২ দিনব্যাপী একটি সংঘাতময় যুদ্ধাবস্থার সূচনা করে।

ইসরাইল দাবি করে, তারা ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধে হামলা চালিয়েছে। তবে তেহরান এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

এই যুদ্ধের সময় ইরানের বেশ কয়েকজন সেনা কর্মকর্তা, আইআরজিসির সদস্য এবং শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী প্রাণ হারিয়েছেন।

এছাড়া ইরানের ফার্স নিউজ জানিয়েছে, একই দিনে ইয়াজদ প্রদেশে ইসরাইলি হামলায় আহত এক ইরানি সৈন্যের মৃত্যু হয়েছে।

ইরানের বিচার বিভাগ জানিয়েছে, ইসরাইলি হামলায় দেশজুড়ে ৯০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে বহু বেসামরিক নাগরিকও রয়েছেন। অন্যদিকে, ইরানের পাল্টা হামলায় ইসরাইলে অন্তত ২৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে তেহরান।

চলমান উত্তেজনার অবসান ঘটে ২৪ জুন, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়।

এরপর প্রথমবারের মতো জনসম্মুখে হাজির হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। শনিবার তিনি তেহরানে একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন, যা রাষ্ট্রীয় গণমাধ্যমে সম্প্রচার করা হয়।

এদিকে, যুদ্ধের সময় বন্ধ থাকা আকাশপথ বৃহস্পতিবার পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে তেহরান। যুদ্ধের প্রথম দিন থেকেই ইরান তার সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রেখেছিল।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×