আকাশসীমা খুলে দিল জর্ডান


আকাশসীমা খুলে দিল জর্ডান

আকাশসীমা খুলে দিয়েছে জর্ডান। দেশটির স্থানীয় সময় আজ শনিবার সকাল সাড়ে ৭টায় বিমান চলাচলের জন্য পুনরায় আকাশ খুলে দেওয়া হয়।

জর্ডানের সিভিল এভিয়েশন কমিশনের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনার কারণে শুক্রবার সব ফ্লাইট স্থগিত করেছিল জর্ডান। তবে দুই দেশের মাঝে উত্তেজনা না কমলেও প্রায় ২৪ ঘণ্টা পর জর্ডান আকাশসীমা চালু করল।

গতকাল শুক্রবার ভোরে ইরানে পাঁচ ধাপে হামলা চালিয়েছে ইসরায়েল। দিনভর ইরানের অন্তত আটটি স্থানে (শহরে) লক্ষ্যবস্তুতে আঘাত হানে ইসরায়েল। জবাবে ইরান প্রায় ১০০ ব্যালিস্টিক মিসাইল ছোড়ে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×