
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আব্দুল্লাহ ওসমান হাদির গুলিবিদ্ধ হবার ঘটনায় বলেছেন, “গুলি শুধু ওসমান হাদির মাথায় যায়নি, বাংলাদেশের প্রতিটি মানুষের বিবেকের মধ্য দিয়ে গেছে। গত ১৭ বছর ধরে যারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে, তারা এখন বিভিন্ন পরিচয়ে- টকশোর বুদ্ধিজীবী, নাট্যকর্মী বা সাংস্কৃতিক কর্মী হিসেবে নতুনভাবে সক্রিয় হচ্ছে।”
শনিবার (১৩ ডিসেম্বর) শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ আয়োজিত বিক্ষুব্ধ নাগরিক ও গণ-প্রতিরোধ সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।
তিনি আরও বলেন, “ওসমান হাদির জন্য দোয়া চাওয়া হচ্ছে, কিন্তু এটি রাজনৈতিক ব্যর্থতার প্রতিফলন। হাদি দেশকে ইনসাফের পথে নিয়ে যেতে চেয়েছেন। রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থের জন্য দেউলিয়া হয়ে গেছে। আওয়ামী লীগের সঙ্গে এখন তারা পরকীয়া করছে।”
হাসনাত স্পষ্ট করে বলেন, “দিল্লির আধিপত্য কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো পেশাজীবী বা কোনো বুদ্ধিজীবীর মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। বাংলাদেশে ফ্যাসিস্টদের কোনো জায়গা হবে না, সে যে নামেই হোক না কেন। গুলশানে জাতীয় পার্টির নামে যারা আবার ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে, ওসমান হাদি ভাইয়ের রক্তের সময়ে তাদের এক ইঞ্চি জায়গাও দেওয়া হবে না।”
তিনি যোগ করেন, “আপনি যে পক্ষেরই হন না কেন, আমাদের একটা জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থের জন্য দেউলিয়া হয়ে গেছে। আওয়ামী লীগের সঙ্গে এখন তারা পরকীয়া করছে।”
হাসনাত আব্দুল্লাহ পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা জানি কারা ভারতের সঙ্গে যোগাযোগ করে ক্ষমতায় যেতে চাচ্ছে। ক্ষমতা নির্ধারণ হবে দেশের মানুষের ভোটের মাধ্যমে, সিমান্তের ওপার বা অন্য কোনো দেশের নির্দেশে নয়।”