ইউক্রেনে ‘নজিরবিহীন’ রুশ হামলা, যা বলল ক্রেমলিন


rtytyhhg.jpg

রাশিয়ার সামরিক বাহিনী সম্প্রতি রাজধানী কিয়েভসহ ইউক্রেনজুড়ে যে নজিরবিহীন হামলা চালিয়েছে, তা নিয়ে কথা বলেছে মস্কো। এ হামলা ইউক্রেনীয় বাহিনীর রাশিয়ার বেসামরিক অবকাঠামো ও সামাজিক স্থাপনায় হামলার পাল্টা জবাব বলে জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ।

সোমবার এক সংবাদ সম্মেলনে পেসকভ বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, ইউক্রেনীয়রা আমাদের সামাজিক অবকাঠামো ও বেসামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। আমাদের হামলাগুলো প্রতিশোধমূলক এবং তা কেবল ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোকেই লক্ষবস্তু করছে’।

এর আগে রোববার ইউক্রেনের ভূখণ্ডে সামরিক লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের পক্ষ থেকে এই হামলাকে নজিরবিহীন বলে উল্লেখ করা হয়েছে। 

তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় একে ইউক্রেনের ড্রোন হামলার প্রতিক্রিয়া বলে দাবি করছে। তাদের মতে, এসব হামলার লক্ষ্য ছিল ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রস্তুতকারক কারখানা, ইলেকট্রনিক গোয়েন্দা কেন্দ্র এবং স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র। 

আর নির্ধারিত এসব লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে বলেই দাবি করেছে মন্ত্রণালয়টি।

পেসকভের অভিযোগ, পশ্চিমা বিশ্ব ইউক্রেনের হামলাগুলোকে উপেক্ষা করে আসছে এবং রাশিয়ার প্রতিক্রিয়ামূলক হামলার নিন্দা করে যাচ্ছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রুশ হামলা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এবং রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা বিবেচনার কথা জানিয়েছেন। সূত্র: তাস

 

 

 

 

 

 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×