
দক্ষিণী সিনেমার সুপারস্টার এবং রাজনীতিতে পা রাখা অভিনেতা বিজয় থালাপাতি এই মুহূর্তে কঠিন সময়ে দিয়ে যাচ্ছেন। একের পর এক চ্যালেঞ্জ কারুরে সমাবেশে নিহতদের ঘটনা, শেষ সিনেমার সেন্সর বাধা, এবং এবার সিবিআইয়ের তলব সব মিলিয়ে তার ওপর চাপ বৃদ্ধি পেয়েছে।
সিবিআই’র নির্দেশে সোমবার (১২ জানুয়ারি) সকালে দিল্লির সদর দপ্তরে হাজির হন বিজয়। তামিলনাড়ুর কারুরে নির্বাচনী সমাবেশে ৪১ জন নিহতের ঘটনার জের ধরে তার সঙ্গে শুরু হয় জিজ্ঞাসাবাদ। সকাল ১১টা ২৯ মিনিটে সিবিআই দপ্তরে প্রবেশ করার পর প্রায় ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলে। তদন্তকারীরা সমাবেশ সংক্রান্ত একাধিক প্রশ্ন করেন। আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বিজয় সিবিআই দপ্তর ত্যাগ করেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) আবারও তাকে তলব করার কথা ছিল, কিন্তু পোঙ্গল উৎসবে অংশগ্রহণের কারণে অন্য তারিখে সাক্ষ্য দিতে রাজি হন অভিনেতা। সিবিআইও তার অনুরোধ মেনে নেয়।
এদিকে, কারুরে পদপিষ্ট ঘটনায় তামিলনাড়ুর প্রাক্তন এডিজি (আইন-শৃঙ্খলা) এস ডেভিডসন দেবাশিরভাথমকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্ত কমিটি ঘটনার সঠিক কারণ নিরপেক্ষভাবে স্থির করার কাজ করছে।
এই ঘটনার পর বিজয় থালাপাতির চলচ্চিত্র ও রাজনৈতিক জীবন উভয় ক্ষেত্রেই বড় ধরনের চাপের মুখে পড়েছেন।