জায়েদকে বিয়ে ও মা হওয়ার ইচ্ছার কথা জানালেন তিশা


February 4 2025/zayed-khan-1751703194.jpg

দীর্ঘদিন ধরেই চমক নিয়ের হাজিরের অপেক্ষায় ছিলেন ঢাকাই ছবির আলোচিত নায়ক জায়েদ খান। গতকাল ৪ জুলাই শুরু হয়েছে এই নায়কের উপস্থাপনায় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামে নতুন একটি শো।

যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা টিভি চ্যানেল ‘ঠিকানা টিভি’র ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হয় এই অনুষ্ঠান। এখানে প্রথম পর্বে জায়েদ খানের অতিথি হিসেবে হাজির হয়েছিলেন নাটকের জনপ্রিয় তারকা তানজিন তিশা।

বিশেষ এই আয়োজনে জায়েদ খান অনুষ্ঠানের এক পর্যায়ে তানজিন তিশাকে প্রশ্ন করেন—‘পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?’— জবাবে অভিনেত্রী বলেন, ‘আই উইল বি অ্যা মাদার। এরমধ্যে আমি বিয়ে করবো। মা হবো।’

এ সময় তিশা আরও বলেন, ‘দেখুন এভাবে হয় তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ, মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পারসোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×