দেশজুড়ে ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল, কমেছে এসএসসি পাসের হার


saurav/resize-600x315x1x0-image_87341_1715511005.webp

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। অর্থাৎ এইসব প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় প্রকাশিত ফলাফলের বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

গত বছর এমন প্রতিষ্ঠান ছিল মাত্র ৫১টি। তুলনামূলকভাবে এ বছর শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা প্রায় তিনগুণ বেড়েছে।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৮ দশমিক ৪৫ শতাংশ, যেখানে গত বছর (২০২৪ সালে) এই হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ। ফলে এক বছরের ব্যবধানে পাসের হারে ১৪ শতাংশের বেশি হ্রাস পাওয়া গেল।

ছাত্রীদের সাফল্য এবারও ছেলেদের তুলনায় বেশি। চলতি বছর ছাত্রীরা গড় ৭১.০৩ শতাংশ হারে পাস করেছে, আর ছেলেদের পাসের হার ৬৫.৮৮ শতাংশ। এর ফলে টানা ১০ বছর এসএসসি পরীক্ষায় পাসের হারে এগিয়ে রইল ছাত্রীরা।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×