রংপুর বিভাগের ১৩ বিদ্যালয়ে পাস করেনি কেউ
- শিক্ষা ডেস্ক
- প্রকাশঃ ০৩:৫৪ পিএম, ১০ জুলাই ২০২৫

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ১৩টি বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। এসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল ৯৮ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১০ জুলাই) দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মীর সাজ্জাদ আলীর পাঠানো পরিসংখ্যানে এই তথ্য জানা গেছে।
শূন্য পাস করা বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে রংপুরের রতনপুর উচ্চ বিদ্যালয় ও ছোট উজিরপুর উচ্চবিদ্যালয়; গাইবান্ধার গরিদাহা উচ্চ বিদ্যালয় ও বিশ্বনাথপুর আদর্শ উচ্চ বিদ্যালয়; নীলফামারীর শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়; কুড়িগ্রামের পূর্ব কুমারপুর ও পায়রাডাঙ্গা উচ্চ বিদ্যালয়; দিনাজপুরের সাত কামার উচ্চ বিদ্যালয়; ঠাকুরগাঁওয়ের সানুয়া ও জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় এবং পঞ্চগড়ের ডাবর ভাঙ্গা উচ্চ বিদ্যালয়।
চলতি বছর দিনাজপুর বোর্ডের অধীনে মোট ১ লাখ ৮২ হাজার ৪১০ জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে ১ লাখ ২২ হাজার ১৪৬ জন পাস করেছে। ফেল করেছে ৬০ হাজার ৮৮ জন, পাসের হার ৬৭.০৩ শতাংশ।
আগের বছরের তুলনায় এ বছর বোর্ডের সামগ্রিক ফলাফলে পিছিয়ে পড়েছে দিনাজপুর। ২০২৪ সালে যেখানে পাসের হার ছিল ৭৮.৪৩ শতাংশ, এবার তা কমে দাঁড়িয়েছে ৬৭.০৩ শতাংশে। একইসঙ্গে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও কমেছে গত বছর যেখানে ১৮ হাজার ১০৫ জন জিপিএ-৫ পেয়েছিল, এবার তা নেমে এসেছে ১৫ হাজার ৬২ জনে।