এসএসসিতে জিপিএ-৫ এগিয়ে মেয়েরা


saurav/untitled-2-1715540747.jpg

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় মেয়েরা ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে। সারাদেশে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, এর মধ্যে মেয়েরা ছেলেদের চেয়ে ৮ হাজার ২০০ জন বেশি সর্বোচ্চ গ্রেড অর্জন করেছে। একই সঙ্গে গড় পাসের হারেও ছাত্রীদের অগ্রাধিকার লক্ষ করা গেছে পাসের হারে মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে ৩.৭৯ শতাংশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ড ছাড়াও মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করে।

এবার ফল প্রকাশ উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও, ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×