এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ জুলাই


February 4 2025/ssc rtftr.webp

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশ করা হবে। 

সোমবার (৭ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, এবার সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। মাদরাসা বোর্ডের অধীনে দাখিলে অংশ নেন ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। আর কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।

এর আগে, নাম প্রকাশ না করার শর্তে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা বলেন, আমরা দুই মাসের রোডম্যাপ নিয়ে এগিয়ে যাচ্ছি। ২৫ মে থেকে ফল তৈরির কাজ শুরু হয়েছে। উত্তরপত্র মূল্যায়ন হয়ে নম্বর আসা শুরু হয়েছে। জুলাই মাসের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যে কর্মযজ্ঞ চলছে। 

শিক্ষাবোর্ড জানিয়েছে, প্রকৃত ফলাফল প্রকাশে সময়সূচিতে সামান্য সামঞ্জস্য থাকতে পারে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা মোবাইল ও বোর্ডের ওয়েবসাইটে ফল দেখতে পারবে। পরবর্তীকালে পুনর্মূল্যায়নের আবেদনও গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ১০ এপ্রিল থেকে শুরু হয়ে, তত্ত্বীয় এবং ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে ২২ মে পর্যন্ত কার্যক্রম চলেছে। এবার প্রায় ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×