
বৈদেশিক মুদ্রার বাজারে সরবরাহ জোরদারে আবারও বড় অঙ্কের ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। নিলাম প্রক্রিয়ার মাধ্যমে ১৫টি বাণিজ্যিক ব্যাংক থেকে মোট ২০৬ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “১৫টি বাণিজ্যিক ব্যাংক থেকে ২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা। কাটঅফ মূল্যও ছিল ১২২ টাকা ৩০ পয়সা।” তার তথ্য অনুযায়ী, চলতি জানুয়ারি মাসেই কেন্দ্রীয় ব্যাংকের ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়াল ৬১৭ মিলিয়ন বা ৬১ কোটি ৭০ লাখ মার্কিন ডলারে।
এর আগে ২০২৫-২৬ অর্থবছরেও একাধিক দফায় নিলামের মাধ্যমে ডলার সংগ্রহ করে বাংলাদেশ ব্যাংক। এই অর্থবছরে গত ১৩ জুলাই থেকে ডলার কেনা শুরু হয়। ওই সময় থেকে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক মোট ৩৭৫ কোটি ২৫ লাখ মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার কিনেছে।