
চলতি ডিসেম্বর মাসের প্রথম ১৭ দিনে প্রবাসী আয়ের (রেমিট্যান্স) প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধির তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সময়ে দেশের অর্থনীতিতে প্রায় ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলার প্রবেশ করেছে। এ ধারা অব্যাহত থাকলে ডিসেম্বর মাস শেষে প্রবাসী আয় ৩.৫ বিলিয়ন ডলারের ওপরে পৌঁছাতে পারে, যা অর্থনীতির জন্য ইতিবাচক সূচক হিসেবে বিবেচিত হবে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেন।
প্রবাসী আয়ের ঊর্ধ্বমুখী প্রবাহের ফলে ব্যাংকগুলোতে ডলারের উদ্বৃত্ত সৃষ্টি হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে দেশে এখন পর্যন্ত মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২,৮৭১ মিলিয়ন বা ২.৮৭ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ১৭ ডিসেম্বরের একক দিনে দেশে এসেছে ১৭ কোটি ৭০ লাখ ডলার। ১ থেকে ১৭ ডিসেম্বর সময়ে প্রবাসী আয়ের মোট রেমিট্যান্স এসেছে ২০০ কোটি ডলার, যা গত বছরের একই সময়ে ১৭৬ কোটি ডলারের তুলনায় ১৪ শতাংশ বৃদ্ধি।
এছাড়া চলতি অর্থবছরের জুলাই থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী আয় ১,৫০৫ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের ১,২৯০ কোটি ডলারের তুলনায় ১৬.৭ শতাংশ বৃদ্ধি।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, হুন্ডি প্রতিরোধ, সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের প্রণোদনা, এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতিসহ নানা পদক্ষেপ রেমিট্যান্স প্রবাহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও স্বস্তিতে রয়েছে।
এদিকে, সদ্য শেষ হওয়া নভেম্বর মাসে প্রবাসী বাংলাদেশীরা দেশে পাঠিয়েছেন ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৫,২৫২ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।