বেসরকারি খাতের বৈদেশিক ঋণ নজরদারি করবে বাংলাদেশ ব্যাংক


বেসরকারি খাতের বৈদেশিক ঋণ নজরদারি করবে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক এবার বেসরকারি খাতের বৈদেশিক ঋণকে নজরদারির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, বিদেশ থেকে নেওয়া সব ঋণের তথ্য উদ্যোক্তাদের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি)-এর ডেটাবেজে জমা দিতে হবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংক এই নির্দেশনা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঋণ সম্পর্কিত তথ্য সঠিকভাবে জমা না দিলে সংশ্লিষ্ট ব্যাংককে জরিমানা প্রদান করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ঋণের উৎস দেশ, মুদ্রা, অনুমোদনকারী সংস্থা এবং ঋণের পরিমাণের তথ্য নিয়মিত হালনাগাদ করতে হবে। নতুন কোনো ঋণ নেওয়া, ঋণের শর্ত পরিবর্তন বা মান সমন্বয় হলে তা অবিলম্বে সিআইবিতে অন্তর্ভুক্ত করতে হবে। নভেম্বর থেকে ব্যাংকগুলোকে প্রতি মাসে পূর্ব মাসের সমস্ত তথ্য জমা দিতে হবে।

এখন পর্যন্ত সিআইবি ডেটাবেজে শুধুমাত্র অভ্যন্তরীণ ব্যাংক ঋণের তথ্য সংরক্ষিত হয়। নতুন ঋণ মঞ্জুরের আগে ব্যাংকগুলো সিআইবি থেকে ঋণগ্রহীতার তথ্য যাচাই করে থাকে। তবে বেসরকারি খাতের বৈদেশিক ঋণের কোনো তথ্য এখনও সিআইবিতে নেই।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি বছরের জুনে বেসরকারি খাতের বৈদেশিক ঋণ ১৯.৭৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা তিন মাস আগে ছিল ১৯.৮৮ বিলিয়ন ডলার। অন্যদিকে, সরকারি খাতের বৈদেশিক ঋণ বেড়ে ৯২.৩৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা তিন মাস আগে ছিল ৮৪.৯২ বিলিয়ন ডলার।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×