সিটি ব্যাংক পেল সেরা আর্থিক প্রতিষ্ঠান সম্মাননা


সিটি ব্যাংক পেল সেরা আর্থিক প্রতিষ্ঠান সম্মাননা

অর্থনৈতিক খাতে উদ্ভাবন ও অন্তর্ভুক্তিতে বিশেষ অবদানের স্বীকৃতিতে সিটি ব্যাংককে ২০২৪ সালের সেরা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত ডিএইচএল–দ্য ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে সিটি ব্যাংকের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। আধুনিক ব্যাংকিংয়ে নেতৃত্ব, গ্রাহক সেবায় উৎকর্ষতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতার স্বীকৃতি হিসেবে ব্যাংকটি এই সম্মান অর্জন করেছে।

সিটি ব্যাংক বাংলাদেশের আর্থিক খাতে উদ্ভাবন ও অন্তর্ভুক্তির অগ্রদূত হিসেবে পরিচিত। ব্যাংকটি ইতোমধ্যেই ডিজিটাল ন্যানো লোন, সিটি রেমিট এবং ডিজিটাল এগ্রি লোনের মতো সেবা চালু করেছে, যা ব্যাংকিং খাতে নতুন মানদণ্ড স্থাপন করেছে।

ব্যাংক সূত্র জানায়, এই সম্মাননা তাদের উদ্ভাবন, সুশাসন ও প্রভাবশালী সিএসআর কার্যক্রমের ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতি। পাশাপাশি এটি গ্রাহক, অংশীদার এবং সম্প্রদায়ের জন্য আরও মূল্য তৈরি করতে প্রতিষ্ঠানটিকে উদ্দীপিত করবে।

উল্লেখ্য, ১৯৮৩ সালে ১২ জন দূরদর্শী উদ্যোক্তার উদ্যোগে দেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে সিটি ব্যাংক প্রতিষ্ঠিত হয়। ২৭ মার্চ সেই বছরের রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ব্যাংকটির প্রথম শাখা উদ্বোধন করা হয়, যা বাংলাদেশের বেসরকারি ব্যাংকিং খাতের সূচনা করে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×